খোলা জানালায়,
শান্ত দু চোখ,
এখনো কি খুঁজে ফেরে,
আমার মুখ।

২ মে ২০১৮