থামো! আর নয়
যা চালিয়েছো; চালিয়েছো
আর নয়।
যা হারিয়েছি; হারিয়েছি
আর নয়।
যাদের হারিয়েছি
তাদের শোক কাটার নয়।
কত রক্ত ঝড়িয়েছো,
তা সইবার নয়।
থামো আর কত!
আর কত সাঈদ মরলে?
জুড়াবে তোমার প্রাণ।
রক্তচূষাও তো থামে
তুমি তবে এবার থামো।
আমার ভাইয়ের রক্তে রাঙিয়েছো রাজপথ
কেড়েঁছো মায়ের মুখের হাসি
অশ্রুতে ভাসিয়েছ আমায়
ভাইয়ের শোকে কাঁদি।
আমরা স্বাধীন
আমরা সোচ্ছার
আমরা জানি আমাদের অধিকার
আমরা জানাই প্রতিবাদ
আমার চাই
আমার ভাইয়ের হত্যার বিচার।
তুই খুনি
আর নয় একটিও গুলি
ক্ষমা নেই ক্ষমা নেই
স্বাধীন বাংলায় তোর জাগায় নাই।
০৫ আগস্ট ২৪