তুমি বলেছিলে ভালবাসতে
আমি ভালবেসেছি।
তুমি বলেছিলে বিশ্বাস রাখতে
আমি রেখেছি।
তুমি বলেছিলে হাতে হাত রাখতে
আমি রেখেছি।
তুমি বলেছিলে পাশে থাকতে
আমি থেকেছি।
তুমি কি আমায় ভালবেসে ছিলে?
তুমি কি বিশ্বাস রেখেছিলে?
তুমি কি হাত ধরে রেখেছিলে?
তুমি কি পাশে থেকেছো?
যদি ভালবাসো
যদি বিশ্বাস রাখতে পারো
যদি হাত শক্ত করে ধরতে পারো
যদি পাশে থাকতে পারো
তবে ফিরে এসো।
২৬ জানুয়ারি ২০২২