হাজার হাজার হাত বাড়িয়ে,
চাচ্ছে ভিক্ষা অন্ন।
কোনটি কচি কোনটি বুড়ো
নাই তো কোনো ভিন্ন।
আর্তচিৎকারে ভারি সমুদ্রের
সমুদ্রের মাঝে লক্ষ লক্ষ হা-হাকার
কেমন মানুষ তোরা !
তোদের মাঝে নাই
মনুষ্যত্বের সত্তা?
কেমন করে কেমনে পারিস?
মারতে লাথি ভাইয়ের পেটে।
কেমনে পারিস শুনতে তোরা
মানুষের মৃতু আর্ত্না।
এ মানুষের মৃত্যু নারে,
মৃত্যু হচ্ছে তোদের;
মনুষ্যত্বে মৃত্যু।
২৬ মার্চ ২০১৭