বুড়াঃ মুখে - মুখে তর্ক
এই ছেলে দেখি মূর্খ।
ছোকরাঃ মূর্খ - মূর্খ করিয়েন না বড়
আপনি কি করেন গর্ব।
বুড়াঃ এই ছেলে বলে কি!
হাফ প্যান্ট ছেড়ছো কি?
ছোকরাঃ হাফ পড়ি আর ফুল পড়ি
আপনার কাছা ধরে তো আর করেনি টানাটানি।
বুড়াঃ এই ছেলে বেয়াদব
শিখায়নি তোর বাপ আদব?
ছোকরাঃ আমি বড় বেয়াদব!
আপনি কি বড় সাধব?
বুড়াঃ তুই তো বড় বেহাইয়া!
ঝগড়া করিস সাধিয়া।
ছোকরাঃ ও! আমি বলি দাদু
আপনি কি বড় সাধু?
বুড়াঃ এই ছেলে চুপ
হয়েছে খুব।
ছোকরাঃ বাহ! বাহ! বেশ
দাদুর হয়েছে শেষ।
১১ ই বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ
ঢাকা, বাংলাদেশ।