বালিকা
কবির চোখে চোখ রেখো না।
প্রেমের নদের হারিয়ে যাবে
নিজেকে আর খুঁজে পাবে না।
বালিকা
কবির চোখের ভাষা বুঝতে চেও না।
মায়ার শ্রোতে ভেসে যাবে
নিজেকে আর রুখতে পারবে না।
বালিকা
কবির ঠোঁটে ঠোঁট মিলিয়েও না।
এত উষ্ণতা সইতে পারবে না
শৈত্য প্রবাহেও ঝাপ দিবে নদে।
সাবধান বালিকা
কবির বুকে মাথা রেখো না
তলিয়ে যাবে
নিজেকে আর ছাড়াতে পারবে না।
২৫/১২/২৪
ঢাকা, বাংলাদেশ।