এ মোর কলকাতা।
যার নামে জাগে প্রত্যেক মনে বিশ্বাস দৃঢ়তা।
আমারই কলকাতা।
বঙ্গের রাজধানী যারে কয়, সুন্দর রূপকথা।
হেথা হতে বয় শান্ত, সুশীল, চিরআলোকিত, রূপসমহিত মা গঙ্গা।
হেথা পথ রোখে দূর বিস্তৃত, চির উত্থিত, রূপ অঙ্কিত দেবাত্মা।
হেথা বয়ে যায় হৃদঅঙ্গনে, মনপ্রাঙ্গনে, চিরবন্ধনে সুবার্তা।
যেথা নেই ভয়, নেই সংশয়, চিরদুর্জয়, সেইতো আমার কলকাতা।
যাহা নিত্য দিবস হয় বিদ্রোহ, ছড়ায় রক্ত প্রান্তরে।
যাহা মরছে নিয়ত কত দরিদ্র, পায়না খাদ্য যারা পেটে।
যাহা মর্ত্যে ভৌমে ফলছে হীরক, গগন হইতে ঝরে সোনা।
তারে বিশ্ববাসীরা যে যা বলুক, এইতো আমার কলকাতা।
এ শহরে হায় কত সোনা ছেলে বিদ্রোহ করে প্রাণ দিয়ে।
সন্তানহারা সে সব জননী মাগিছে ভিক্ষা প্রতি ঘরে।
দুঃখ, দুরাশা, ক্ষুধা ও হত্যা এই শহরের শেষ কথা।
এ শহর হল মহানগর, এই শহর হল কলকাতা।
আমার শহর, আমার নগর, আমার দেবতা শুধু তুমি।
বিশ্বশ্রেষ্ঠ নগর করিব, তোমারে এ কথা বলি আমি।
মহান নগর, বীরের নগর, এ নগর বলে কত কথা।
আসুক বিপদ, আসুক ঝঞ্ঝা, অটল আমার কলকাতা।