রাত

আকাশের দিকে চেয়ে থাকে, মন খারাপ,
দূর, বহুদূর, নিঃসীম স্মৃতি মন্থন!
সে এক গভীর রাত, ঘন আঁধার,
কোথায় কোনও বার্ষিকী উজ্জাপন !!

সব কিছুর মাঝেও, একটাই যেন মূল,
অনুসরণ করে চলে বহু ক্রোশ পিছু !
হাজারো বাহবা আর হাততালির পরে,
বাকি থেকে যায় আরও বেশ কিছু !!

কোনও একদিন হাত বাড়িয়ে দেখেছি,
প্রবাহিনি উদাসীন, ভীষণ আত্মমগ্ন !
তারা যুগে যুগে পেয়ে চলেছে উপেক্ষা,
সবার কাছে যারা সেজেছে নগন্য !!

একদিন ধরা পড়ে যায় ভয়,
অনেক কষ্টে যাকে করে রাখি গোপন !
সে এক গভীর রাত, ঘন আঁধার,
কোথাও চলে বার্ষিকী উজ্জাপণ !!