বরং প্রতীক্ষা টাকেই যত্নে করে রাখি
যেমন নুড়ি পাথর আকাশ চেয়ে বাঁচে
তোমার হাতেই রঙিন দিনের চাবি ..
উদাসীন যেমন অনন্ত সাম্রাজ্যে !!
ওই একমুঠো স্বপ্ন বুনে নেওয়া ..
সব কি আর শরীরী স্পর্শ পায় ?
তবু তো আবেগের মন ফিরে ফিরে পাওয়া ..
অসভ্যদের উষ্ণ সভ্যতায় !!
আমি তাহার মাঝেই পরে বেশ ..
অতীত গুলো স্মৃতি খুঁড়তে জানে !
পথ গোড়ে ফেরা অবসরের অভ্যেস ..
দিগন্ত আঁকি কোনো অচেনা নিশানে !!
সে তো সেই বিষাক্ত প্রতিফলন
ওদের যা সব অতিমাত্রায় দেখি ..
তার চেয়ে এই ভালো শোক মন্থন ..
বরং প্রতীক্ষা টাকেই যত্নে করে রাখি !!