একটি দিন মাত্র চলতেই পারে ..
মাঠের পর মাঠ; গাছের পর গাছ যেদিকে মেলায় ..
নেমে পড়ি ট্রেন থেকে; ওই দিগন্ত ডাক দিয়ে যায় !
একটি দিন মাত্র থাকতেই পারি ..
ওই আধপেটা অধিবাসী গ্রামে ..
দিয়েছে রক্ত কত সম্মানের সংগ্রামে !
একটি দিন আরো রাখতেই পারি ..
আরো একবার স্বেচ্ছায় ভুল গুলি করতে ..
ভুল পথে ভুল দিকে হারাতে ..
তবে ওই একদিন ই ....
কারণ স্বাধীনতাও কোথাও মাথা নত শেখায় ..
হয় স্বেচ্ছা পরাধীন; নয়তো একদিন অনিচ্ছা মৃত্যু !!