মাঘের ঘরে তার শিহরণ বুঝেছি
দীঘির জলের আলতো উন্মাদনা !
মরুভূমির রুক্ষ স্তরে ক্ষুব্ধতা শুনেছি !
তবুও সে বিদেহী; চাক্ষুষ অজানা !!
বিগ্রহ শুনে গেছে মনের কথা
অতি জটিল যুক্তিও বিবেচনাহীন !
প্রতিশ্রূতি নিয়েছে মৌনতে একতরফা
থেকেছে নির্বাক শ্রোতা ভাবলেশহীন !!
অর্থ ভান্ডার থেকেছে শূন্য
যশ খ্যাতির স্বপ্ন পুড়ে ছাই ..
বিলাসের গল্পে লড়াই বাঁচার জন্য !
এ বিধাতা বদলে দেয় দৃশ্যটাই !!
তবুও দিন এসেছে রাতের নিয়মে
একপশলা বৃষ্টি তে ভিজিয়ে দিয়ে ..
শেষ লোভ যেমন শান্তি খোঁজে সংযমে !
অন্তিম শ্রদ্ধায় অশ্রূ সিক্ত নয়নে !!
বারে বারেই তবু ফিরে এসেছি আমি
গোলোকধামের মৃত্যু জাল ফুঁড়ে
আমার বিধাতা এমনি অন্তর্যামী !
কালে কালে হেঁয়ালি নিয়েই থেকেছে দূরে !!
শুনেছে সে আমার দীর্ঘ্য পথ চাওয়া
তবুও মেলেনি কিছুই যা হতে চেয়েছি !
সারা জীবন আলেয়ার পিছু ধাওয়া
শুধু, মাঘের ঘরে তার শিহরণ বুঝেছি !!