উত্তর বায়ু প্রতিশ্রুতি রাখে ..
অতন্দ্র শ্রমিকের পাথর ভাঙার শব্দ !!
তুমি রয়ে যেতে চাও হিম টুকু মেখে
জানালার আরশি হয়ে ধূলিতে বিষাক্ত !!


একটি গ্রীস্ম যদি পেয়ে যাও অবহেলায়
হাত পাখার সেবা টাও জানি কার জন্য   ..
এমনি আরো কত দিন থাকতে পারো নির্জলায় ..
এক পৃথিবী আর তার ঘূর্ণিতে নিমগ্ন !!


রোজের পথ অবসাদগ্রস্থ; একঘেয়েমি; তবু  নির্বিকার !!
স্পর্শকাতর মন আর যন্ত্র মানবের যন্ত্রনা ..
ওদের স্বেচ্ছা দুর্ভিক্ষের প্রেমে; ভোগের সঞ্চার !!
জানি না, তোমার ওই শেষ জানা চিঠিতে; কিসের উন্মাদনা ??
  

বৈশাখ মঞ্জুরি নিয়ে এসেছে দক্ষিণী বাতাস
তুমি যেমন ওদের কাছে হয়ে আছো ..
এর চেয়ে আরো ভালো আরবের ক্রীতদাস
সব সুখের দুঃখটা নিতে রাজি আছো !!


একমুখী স্রোতের প্রতিবাদহীন দায় ..
দিয়েই চলেছো লক্ষ্য বছর ধরে !!
পুব পশ্চিম আর মেরু প্রান্তের উষ্ণতায় ..
কত প্রতিভা যত্নে দিয়েছো গড়ে !!

তোমার সন্তান, আজ ওরা পূর্ণ, শিক্ষিত, চকমকে ..
কত ধাঁধা চকিত উত্তরে জব্দ !!
তবু তুমি আড়ালে রয়ে যেতে চাও, হিম টুকু মেখে ..
জানালার আরশি হয়ে ধূলিতে বিষাক্ত !!