শিরদাঁড়া নিহিত পাঁজরের আড়ালে ..
চোখ শুধু মেপে নেয় গঠন !!
দেবতুল্য শরীর দাঁড়িয়ে সামনে ..
সাদা কিম্বা কালো; চামড়ার ধরণ !!


একে একে কত পেরিয়ে যায় ধাপ ..
আলোর রোশনাই ছড়িয়ে চারিদিক !!
কণ্ঠ্য দিয়ে যায় কত তপ্ত সংলাপ ..
দুনিয়া সমঝে নেয়; এক অনন্ত নির্ভীক !!


ঠিক যেমন নহবতখানায় মজে ..
নামহীন কোনও গঞ্জের জমিদার !!
খিড়কি আর সিংহদুয়ার তফাৎ রেখে বসে ..
নায়েবের নায়েবিয়ানায় জমিয়েছে পসার !!


আসলে দূরবীন নিয়ে বসে অন্য কেউ ..
অবাধ্য গণিত যে মিলিয়ে দিতে জানে !!
চুপি চুপি শেষ থেকে খুঁজে নেয় শুরু ..
সেনার ঋনেই মুকুট ওঠে সেনাপতির সম্মানে !!


এমনি করেই লুকিয়ে আছে; কত রাজার প্রাণ ভোমরা
আড়াল থেকেই আসলে বাঁচিয়ে রাখে এরকম কত শিরদাঁড়া !!