আয়নার ওপর মিথ্যে রাগ করো না ..
ও যা জানে ; তাই তোমায় দেখিয়েছে ..
মিথ্যাচার এর শিক্ষা তার অজানা !!
স্পষ্ট বলার সাহস সে নিয়েই জন্মেছে !!


দোষ তোমারও বা কি? যে অবসাদে ভোগো?
নিয়তির কোনো দুষ্ট রোষের ফল !!
কেন প্রতিদিন মর অক্ষমতার শোকে ?
ওই আয়নাটাও যে ঝরায়; দুই চোখের জল !!


একবার চেয়ে দেখো ওই সমর্থ্য কবিতার দিকে ..
ভাবে সে এক, অথচ বলে অন্য কথা !!
চাইলেই পারতো কোনো সংগ্রাম উস্কে দিতে ..
অথচ এসেছে সরে, হারাতে চায় না জনপ্রিয়তা !!


কিছু ভারী কথায় শুধু ভরে চলেছে বাতাস ..
সকল দূষণের সাথে আরো এক দূষণের নাম !!
মিছেই তুমি দুঃখ নিয়ে খুঁজে চলো অবকাশ ..
ছাদে ওঠার শেষ হয়ে গেছে সব সোপান !!


আসলে চেনা চৌহদ্দিতে কেউ, চায় না হতে নিঃসঙ্গ !!
দু পায়ে মাথা তুলে দাঁড়িয়ে আছি, তবু সবাই আমরা বিকলাঙ্গ !!