তুমি ভেবে দেখো
আদপে আমি কেউ নই ..
আপেক্ষিক আমি; অস্তিত্বহীন
শুধু তোমার ভঙ্গিতে বাঁচি !!
আসলে অমানুষ আমি
প্রথম দেখার আদম ইভ এর মতো
তোমার দাড়িপাল্লায় বৈধতা পাই
আর সেই শংসায় শীর্ষে বসে আছি !!
আমার ভালো হয়তো তোমায়
অমাবস্যার দশার মতো দিয়েছে আঁধার
দক্ষিণ মেরু হয়তো তখন আলোময়
আমারি কৃপার গুণগানে উল্লাসী !!
কখনো আবার অতি মানব আমি
বাস্তবিক তৃপ্ততা পায় অপ্রত্যাশিত স্বপ্ন
চমকে ওঠো তুমি; মেপে নাও কপালের ধার
সব পাওয়ার গর্ব নিয়ে; এক চওড়া হাসি !!
এক ব্যর্থ দিনের কথা নিয়ে যেমন
পাশাপাশি গল্পে কত বিরহ রাত যায়
আসলে তা মন টাকে হালকা করার ছল
সমাজ তো তাকেই বলে দুঃখবিলাসী !!
যে শরীর তুমি চেনো; চেনা হাতের স্পর্শে
গড়েছে তাঁকে হাজার হাজার মন
সে বদলায়; সে বিকিয়ে যায় অহরহ
গলায় যে আজ ঝোলে চরিত্রের ফাঁসি !!