আসলে কি কিছু যায় আসে ?
ভক্তিতে ডাকা বা নাস্তিকের ধর্মে ?
সেই তো যা হওয়ার হয়ে চলেছে ..
খামখেয়ালীপনা তাঁর মর্মে !!
বৃষ্টি কি চাইলেই বাধনছাড়া ?
ছাদহীন দোকানি হয় চক্ষুশূল ...
ব্যাস্ত সময়ের ব্যাস্ত বেচা কেনা !!
এক নিমেষে হবে ভন্ডুল !!
আর ওদিকে যে উদাসীন কবি
চাতক পাখির মতো চেয়ে বসে ...
কখন মেঘের কোলে অস্ত যাবে রবি !!
মুষলধারে ঝড়বে কখন সে !!
প্রান্তিক যে ভূস্বর্গ্য তকমা নিয়ে এখনো
ঝড়িয়ে চলেছে অবিরাম রক্ত ..
পর্যটকের আবেদনে কি শান্তি ফিরবে কখনো ?
নাকি অশান্ত তান্ডবে বেড়েই চলবে দ্বন্দ্ব ?
আর ওদিকে যে প্রতিবেশী কাঙাল ..
হাত পেতে রোজনামচায় ..
অবিরত কামনায়, শুধু একটু মাটির দখল !!
যুক্তি অযুক্তি তে কে হবে তার সহায় ?
রোজ রোজ লক্ষ্য কোটি প্রার্থনায় ...
কান দিয়ে বসে আছে কোন শ্রোতা ?
এতো সমাধান কি মিলবে তাঁর ক্ষমতায় ?
বিশ্বাস কি তবে নিছক অজ্ঞতা ?
আইনের ফাঁস শুধু মর্ত্যলোকেই আবদ্ধ ?
তাঁর নিয়ম কি বদলে যায় একনিমেষে ?
প্রতিনিয়ত ভাবি, বুঝি এক ডুবেই শুদ্ধ ..
প্রার্থনাতে কি বা যায় আসে !!