মনে মনে কি কেউ বদলাতে চায় ?
ভুল ভেঙে, শুধরোতে চায় আত্মা ?
নাকি ঠিক ভুল সব চোখের মায়ায় ..
নিয়ে বসে আছে আপেক্ষিক তকমা !!
অপরাধী ও জানে তার অপরাধের ধারা ..
তবুও তো ছুড়িতে শান দিয়ে যায় ..
শিকারের রক্তেই ভাসতে চায় তার শুকতারা !!
রুজিরোজগার পরের কান্নায় !!
চার দেওয়ালের খাঁচায় বন্দি অনুতাপ ..
শুধু দৃষ্টি এবং দৃশ্য ভীষণ স্বতন্ত্র ..
মুখে মুখে বদলাতে থাকে সংলাপ !!
রোজনামচায় বহাল তাই মানুষ নামক যন্ত্র !!
সবাই আমরা একি মেরুতে, দৃষ্টি তে সমান ..
যাতে তুমি বন্দিত, তা আমারও দর্শন ..
ভালো টা ভালোই, যুক্তিতে দিশান !!
শুধু বদলাতে থাকে দৃষ্টিকোণ !!