কোনো এক জীবনের তাগিদে ..
        আগুনের সৃষ্টি -
ভৈরবী প্রকাশ তবু সাদরে বরণ !!
        ঝলসানো দৃষ্টি !!


আনাড়ী প্রয়োগে বিরূদ্ধ বিরূপ ..
        অপূরণীয় ক্ষতি -
দক্ষ হাতে অসাধ্য সাধন !!
        সামাজিক গতি !!


ধর্ম্যের ও সৃষ্টি একি নিয়মে ..
       এক গন্ডিতে বাঁধা -
ন্যায় নীতির পথ প্রসারিত আরো !!
       শ্বরতুল্য জীবন গাঁথা !!


অগ্নিদশা তারও, রন্ধ্রে রন্ধ্রে ..
       ভ্রান্ত ধারণা বশে -
অচেনা গেড়োয় মত্ত ওরা !!
       রক্ত খেলা সন্ত্রাসে !!


আস্তিক ওরা কদর করে তারে ..
       কিন্তু প্রকৃতি বোঝে ভুল -
অজ্ঞতা আর উগ্রতার ভাঁজে !!
       হারিয়েছে সব কুল !!


নাস্তিকতাও আসলে আরো এক ধর্ম ..
      আরো একটি বিভাজন -
চোরের ওপর রাগ করে যেন !!
      কলাপাতায় ভোজন !!


ধার্মিক হওয়ায় অপরাধ নেই ..
       দোষটা অসম্পূর্ণ শিক্ষায় -
রাজনীতির জাল গ্রাস করে আরো !!
       মুনাফা লোটার অছিলায় !!  


আস্থা ভরুক আপন পথে ..
      মর্মার্থ হোক বিষয় -
ধার্মিক পুরুষ আর ধর্ম্যের হত্যা !!
       দুই সমগোত্রীয় নয় !!