শুধু অঙ্গীকার শ্রুতি মুখর হয় এখন ..
চোখ ধাঁধানো বাণী আপ্লুত !!
শেওলা ঘেরা দালান অবহেলায় দিন যাপন ..
তবু প্রস্তর যুগ আবেগহীন সংযত !!
আধুনিক সময়, যান্ত্রিক উনানে শৈত্য হরণ ..
ঝলমলে আলোয় রজনীর বিষণ্ণ রোধ !!
বিজ্ঞান ও তাঁর কর্মে অতি নিপুণ ..
যেন প্রচলিত ধারায় নিয়ন্ত্রিত সংকট !!
আমার নিঃস্বাশ ভেসে যায় ছড়ানো প্রান্তিকে ..
গমগমে হাওয়ায় জনবহুল চারপাশ !!
ভরসা গুলি গচ্ছিত তাঁদের সিন্দুকে ..
তবু আবছা অচেনা, স্মৃতিতে মেঘময় আকাশ !!
হাতের নাগালে আস্ত দেশ ..
ওপারের যুদ্ধ এপারের চশমার দৃশ্যপট !!
বৈদ্যুতিক আলো ঝলমলে আর প্রদীপের আলো শেষ ..
উচ্ছৃসিত সমাজের কোনো কোনে রচিত মেঘনাদ বধ !!
লক্ষ্মীর ভাঁড়ার ভড়ছে যুগ যুগ ধরে ..
সুখ প্রাচুর্য নিয়ে বাড়ছে জৌলুস !!
তবু তো বেদনা কিছু জমে মনের কোনে ..
শোনার তরে নেই যে বসে কাছের মানুষ !!