আকাশের মতো দৃশ্যমাণ অনির্দিষ্ট অফুরান ..
অলক্ষ্যে বেড়ে ওঠা আগাছার প্রাণ !!
চাওয়া পাওয়ার মাঝে হারানো যুক্তি ..
আর চাঁপা কান্নায় মোড়া পোড়া মনের সন্তুষ্টি !!


আষাঢ়ে গল্পের মতো চিত্ত বিনোদনের ঘনঘটা ..
সেই আগুনেই ছাই হওয়া ব্যক্তিত্ব আর বোধের সমঝোতা !!
প্রদর্শক বিহীন সেই পথে শুধু জৌলুসের হাতছানি ..
অজ্ঞানে কিম্বা কামনায় অবলীলায় পাড় হওয়া বৈতরণী !!


অতি নিপুণ জুয়াড়ি সে আর তার সাজানো ফাঁদ ..
রঙিন মোড়কে পরিহিত জমকালো মায়াবী রাত !!
মুহূর্তে বদলে যায় সেই রাতের চাঁদের আলো ..
মন টা আবার বশ মানে , অন্য রাত গুলি বুঝি ঢের ভালো !!


প্রয়োজন আর বিলাসিতার মাঝে অসহায় মন ..
একদিন বিদ্রোহে জাগে , পরাশক্তি কাছে আত্মসমর্পণ !!
তাঁকে দমিয়ে রেখেছি , তাঁকে অস্বীকার ও করেছি ..
কিন্তু একরোখা সেই দৈত্য কে , জয় কি করতে পেরেছি ??