অস্থি মজ্জায় জন্ম !
আর হৃদয় এ পুন্য স্নান ..
গতিপথের গতি তে নিমগ্ন !
ধমনী তে রচিত উজান !!!
বয়ে নিয়ে চলে ইতিহাস !
স্মৃতি বিস্মৃতি টাই শুধু বর্তমান ..
আয়ু টুকু গুনে চলে নিঃশ্বাস !
আর যাত্রা কালে অগুন্তির ধাবমান !!!
একটি অনুবন্ধ আরো স্থাপন হলো !
অদৃশ্য এক সোপান ..
কিছুর শুরুতে কিছুর ফুরোনো !
কখনো সাদরে বরণ , কখনো ভাসান !!!
কত ডামাডোল কত টানাপোড়েন !
কখনো প্রবেশ কখনো প্রস্থান ..
উপাদান কি বিধাতাই লেখেন ?
কালে কালে শুধু মূল্য জোগান ???
মনের খেলা আসলে রক্তেই বয়ে ..
ভাঙা গড়ার খেলা চিরকাল !
সময় সময় শুধু জেগে ওঠে, আর উঠবেই ..
মানুষ, আর তাঁর রক্তের টান !!!