ছিনিয়ে নিয়েছিলাম তাঁকে
লক্ষ্য তারার ঝাঁক থেকে ..
এক রোখা ; অনমনীয় !!!
বিন্দু বিন্দুতে জমছিল ক্ষোভ
যমের দূয়ারে যেমন মৃত্যু শোক ..
বেদনাদায়ক ; অসহনীয় !!!
অবশেষে দীর্ঘ্য অপেক্ষার অবসান
হাওয়ায় দোলে আমার নিশান ..
সুবহ মন ; নমনীয় !!!
যেন হাতের মুঠোয় কোহিনূর
মেঘলা আকাশ আর অলস দুপুর ..
সম্মোহিত ; অবর্ণনীয় !!!
দিন গুলি যায় জলের মতো
আরামের শরীর তাতেই মত্ত ..
মনে তবুও একঘেয়েমি ; অসহনীয় !!!
ভাবতে বসেছি এবেলা তাই
মন টা আসলে কি চায় ??
শরীর তো নামমাত্র ; গৌণ !!!
এতো ঠেলার পরে যে অবকাশ
মেঘে মেঘে ঘিরেছে সে আকাশ
দিলাম ছুটি তাকেই ; শ্রম তরেই তারূণ্য !!