ছাড়তে আর পারছি কই --
জড়িয়ে যে গেছে মনে প্রাণে !
চোখের নাগালে দন্ডায়মান এক মই
জানিনা ওপরে ওঠে নাকি নিচে নামে ?


চরশ গাজার বদনাম আছে ঢের --
ওরা নাকি তিলে তিলে মারে !
নেশাছন্ন সময় টুকু কাটে যদিও বেশ
ওপারের সুখটুকু ছিনিয়ে আনে এপারে !


এ জিনিস তো সে জিনিস নয় --
ক্ষতিসাধন কি সে অর্থ্যে করে ?
শুধু দিনে দিনে অভ্যাসে পরিনত হয়
লতার মতন আঁকড়ে ধরে !


অবসাদ কি সত্যি কাটায় সে ?
নাকি ক্ষণিক আরামের মিথ্যে মায়াজাল
আসলে সেও গোপনে ছলনা করছে
মুখোশে হয়েছে ভদ্রলোক নির্ভেজাল !


এই যে এত ছড়িয়ে থাকা পসার  --
ক্ষণে ক্ষণে হচ্ছি তারই হাতে বন্দি !
এর বাইরেও তো জীবন আছে বাঁচার
অলক্ষে গোপনে চলছে তারই সাথে সন্ধি !


রাজি আছি আমি ছাড়তে সবকিছু --
যদি দাও নেশামুক্ত জীবনের সন্ধান !
হেমলিনের বাঁশির মত ছুটব পিছু পিছু
এক নেশা হড়িয়ে হোক নতুন নেশার বরণ !!