আধুনিক যুগ কংক্রিট সেতু কে আর তাকে মনে রাখে !
স্রোতসিনী নদী হেলায় পার ; অবসিত ঋণে কি বা যায় আসে !!
ঝর বৃষ্টি জোয়ার সুনামী, নেই শঙ্কা কোনো !
নিশ্চিত প্রাণ এপার ওপার; অতীত আজ পুরাতন গেরো !!
কিন্তু, একদিন তো ছিল না কিছুই, রামধনু রং এমন !
বেলা অবেলায় রত একলা কাঁধে দু পাড়ের মেলবন্ধন !!
ধনী দরিদ্র একসাথে মিলি , মাথা নয়াত সে চরণে !
সাজতো বজরা নদীর বুকে , এক গমগমে জলসাঘরে !!
জলরাশি তারে বেশ বোঝে , আর বোঝে সে ডাঙ্গার জীবন !
ভরসার হাত বাড়িয়ে দিয়ে মেটাত দুই পাড়ের প্রয়োজন !!
শুশ্রুষা সে অল্পতেই পেত , অক্ষীণ শরীর টা যে চাই !
মানুষ তাঁর ছিল ভীষণ কাছের , প্রয়োজন বড় বালাই !!
তাঁর চলা আজ শেষের পথে , শুধু আঁকার খাতায় বন্দী !
সম্বলহীন শীর্ণ বুড়ো , টিম টিমে নিভু বাতি !!
একলা অবসর আজ তার , কে আর তাঁকে মনে রাখে !
সম্বল হীন এক জীর্ণ শরীর , আজ বাঁধা পড়ে থাকে বিষাদে !!