তুমি বসে আমার পাশে , ভাবছো মোরা এক ..
ভিতরে আসলে ভিন্ন মন , রং মাখানো ভেক !!
ভাবছো তুমি আমি বুঝি , তোমার তরে বসে ..
ভুল টা এখনি না বুঝলে , মরবে পরে আফসোসে !!
মনে করছো আমি কেন , সহসা পাল্টে গেলাম ?
বদল চলছে আদিম থেকেই , আমি শুধু তাঁর গোলাম !!
পরাক্রম যুগে যুগে , মাটির লোভে ফেরে ..
লিখিত প্রাচীর রচিত হয় , দুই রাজার তরে !!
হানাহানি খুনোখুনি , ক্রোধ হিংসা লোভ ..
ভাই ভাই মারকাটারি , নীরবে কাঁদে শোক !!
আসে তারপর মানব চেতনা , সভ্যতা হাতের মুঠোয় ..
সেই সভ্যতা আরো ভাগ করে , তোমার থেকে আমায় !!
এরপর পালা দেশ গড়ার , অন্য দেশ ছিঁড়ে ফুঁড়ে ..
ঘরের ভেতর ঘর গড়ে , দিয়েছি তোমায় দূরে ঠেলে !!
ধর্মের আবেগ বুকেতে নিয়ে , তোমার ধর্ম খুঁড়েছি ..
তোমার পরিচয় লিপিবদ্ধ আজ , শুধু দেশ ধর্মের রেষারেষি !!
তোমার ভালো কেন চাইব ? আমার তো তুমি কেউ নয় ..
আমরা শিখেছি খোদাই হরফ , ভুলেছি মানুষ পরিচয় !!