বড় ধুম্রময় আর ধোয়াশা তুমি
জন্ম থেকেই সাথে ; তবু তোমায় নাহি চিনি !
কতদিনের কথা তবু আজ ও হৃদয় কাপাও
আর সেদিনের সেই অপমান হেলায় ভুলে যাও !
তুমি কি একচক্ষু ? নাকি নিপাট পক্ষপাতদুষ্ট
মন আকড়ে ধরে যাকে তাতেই সন্তুষ্ট ?
কত দরকারি কাজ তচনচ তোমার অসহযোগিতায়
অথচ বিড়ম্বনা ভাবনায় কত নিদ্রাহীন রাত যায় !
তুমি কি শুধুই সুখের ? কালে কালে যেমন কবির বেখ্যায় ?
তবে কেন একলা মন আনমনে অশ্রূ ঝড়ায় ?
আগামীর থেকে অতীত ভালো ; এই যদি তোমার দাবী
বর্তমান কে তুমি ই পাবে; তাও কি নও মানতে রাজী ?
মন টা যে দ্বিধা ভক্ত আজ তোমারি কারণে
ভালো মন্দ যে রেখেছ সামলে সমানে স্বযত্নে !
অকুতভয় প্রাণে ভয়ের সঞ্চার ; অভিশাপ না আশীর্বাদ
চিনি আর কতটুকু তোমায়? কে দেবে তোমার সংবাদ ?