এক আবেগহীন হৃদয়হীন ..
শুধু কর্মের পরিশীলন !!
নিত্য জীবনের সাথে নিত্যকার্যসূচি ..
সন্মুখে বোবা কালার আস্ফালন !!
কিছুই যায় আসে না তার ..
বুক ফাটা কান্না কিম্বা প্রাণভরা হাসি !!
যৌবনের ব্যার্থতা অথবা সাফল্য ..
যুগ যুগান্ত ধরে শুধু সময় এর পিপাসী !!
এক চুল নড়বে না সে ..
তার চলন শুধুই দক্ষিণাবর্তে !!
জোর দিলে হয়ত বা থামবে ..
তবু থামবে না সে কারো অনুরোধে !!
দোষের দায়ভার মাথা পেতে নেয় ..
সত্যি সময়টা বড় দুঃসময় !!
ভালো সময়ের দাম কেই বা তাকে দিতে চায় ??
সে যে যন্ত্র ! এই তার একমাত্র পরিচয় !!