অনেক কিছু জানিয়ে যায়,
পেরিয়ে আসা সময় !
তুমি আসলে কত অসহায়
অতীত চিত্ত বলয় !!
জেনে গেছে এতদিনে সব,
যা হয়নি আজও !
বাকি সব ভুল অবাস্তব,
লাগবে না কোনও কাজেও !!
মানতে চায় না এমনিতে সে,
হতে পারে পুনর্গঠন -
ছেঁড়া পাতা কোন নিরুদ্দেশে,
এক মন গড়া সংযোজন !!
তুমিও যে কিছু করতে পারো,
প্লাবনের পর সূর্য্য স্থাপন !
ইতিহাস তবু দুষবে অকারণ,
সমালোচক এর আস্থাভাজন !!
তবুও এড়িয়ে থাকা যায় না,
প্রতিদিন খুঁজে চলা বিকল্প !
এমন দিনে, যখন কিছুই থাকবে না
'ইতিহাস' শোনাবে তার গল্প !!