পাগল হাওয়ায় দুলেছে মন
এসেছে যে এবার শ্রাবন ।।
টিপি টিপি বৃষ্টির তাল
খিচুরি পাতে তেল লঙ্কার ঝাল ।।
খাবে সবাই পেট পুড়ে
কাজের ছুটি আজ এই দুপুরে ।।
শ্রাবনের পালে পাতা নড়ে
তালগাছ যেন নাচন করে ।
মনের আনন্দে গাইছে গান
গ্যাঙর গ্যাঙ ব্যাঙের গ্যাং ।।

মাঠের মাঝে বাঁশী বাজায়ে
কাদা পায়ে,খালি গায়ে
ধূতি তুলে কোমরে জড়ায়ে
পাতা মাথায় যায় যে বাদল
দুলিয়ে গলায় খুশীর মাদল ।।
দামোদরের ঐ দক্ষিন তীরে
আছে সেখানে আম গাছ ঘিরে ।।
ঝোড়ো হাওয়ায় আম যে দোলে
ঝুড়ি ভরা আম কোলে
যাবে এবার খামার ঘরে
মশলাপাতি জোগার করে
আছে বন্ধু ঘর জুড়ে
খাবে এবার মন ভরে ।।

সন্ধ্যা এবার হবে রে ভাই
ডাক পড়েছে "ও নিতাই"
দেবে কি তারা ডাকের সারা
শ্রাবনের ঝরনায় যে তারা আত্মহারা ।।
মুখের ভিতর আমের আচার
তাক ধিন ধিন নাচের বাহার ।।
পাগল হাওয়ায় দুলেছে মন
এসেছে যে এবার শ্রাবন ।।



রচনা : ১৬-০৭-২০১৪ (ইং)