কই ... শুনছ... লাঠিটা দাওতো...
একটু বাইরে থেকে ঘুরে আসি,
দুরথেকে ভেসে আসে ভালবাসার বন্দনা
ধুস্ !! ভাল লাগেনা, বুড়ি গেলো তবু
বুড়োটাকে নিয়ে গেলো না ।।
বুকে এসে লাগে কথা,চোখ ভরে যায় জলে
একেই যে সংসারের মায়াজাল বলে ।।
আছে গাঁথা সেই দিনের কথা মনের আঙ্গিনায়
আমার বিছানায় রাখা ঐ ছোট্ট চিরুনি আর আয়নায় ।।
সাজতে যখন তুমি, আমার ভালবাসার ভুবনে
থাকতাম চেয়ে আমি, এই আয়নায় তোমার ঐ নয়নে ।।
বলতে তুমি ---
"কি দেখছ অমন করে ?"
আমি বলতাম ---
"সাজছো তুমি কেমন করে"।।
আজ কুড়ি দিন, তুমি ফেলে দিয়ে গেছো আমায়
বলেছিলে যে তুমি, "আমার আগে হবে না তোমার বিদায়"।।
ছবি হাতে দেখ, আছি বসে শুন্য এই বোবা বিছানায়
হাতরে বেড়াই তোমায়, ঘুমের ঘোরে আমার স্মৃতিশজ্জায় ।।
দিয়েছিলে আমায় তুমি যা' সবকিছু ছিলো তোমার
যাবার বেলা কেড়ে নিয়ে,করলে তাই আমায় স্মৃতি-ভাগার ।।
কনের সাজে শুয়ে আছো এই মরন-শজ্জায়
হাসি মুখে বলছ আমায়,জানাতে তোমায় "বিদায়" ।।
হেলেদুলে যাচ্ছো তুমি আমার কাঁধে তোমার চিতার রাস্তায়
আমি বেরিয়েছি তোমার সাথে,আমার শ্মশান যাত্রায় ।।
যাবার বেলা শেষ বিদায়ে বলেছিলে আমায় তুমি
"জীবন শেষে হারিয়েছি তোমায় সিন্দুর মাথায় আমি"।।
এসছি দেখ এবার, তোমার জীবন যাত্রার শেষ ঠিকানায়
চোখের জলে শোয়াচ্ছি তোমায় আমার ভালবাসার চিতায় ।।
শেষ দেখা যে প্রাণ ভরে না,
যত দেখি অশ্রু থামে না ।।
তাই শেষ জীবনের শেষ সিন্দুরে
দিলাম রাঙ্গিয়ে তোমার সিঁথে
বুকের মধ্যে আছি ধরে পরজন্মের
আমার ভালবাসার সিন্দুর হাতে ।।