নতুন বছর আসতে দেরি আর মাত্র কিছুক্ষণ,
হে ঈশ্বর, সকলের উপর করুন আনন্দের ধরা বর্ষন।
আলোকিত হবে প্রভাত নতুন সূর্যের রাঙা আলোয়-
সেই আলোতে সমস্ত পাপ যেন দূরীভূত হয়!
কাউকে যেন ভেঙে পড়তে না হয় স্বজন হারানোর কান্নায়!
বছর খানি শুরু হোক সৌভাতৃত্ব আর আত্মীয়তায়-
আবার যেন শহরের ওই রাস্তা গুলো না হয় রক্তাক্ত!
শেষ হয়ে যাক আজ রাতেই যা কিছু অভিশপ্ত।
মুছে যাক সেই অভিজ্ঞতা যা বেদনাদায়ক এবং তিক্ত-
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজের মন হোক আরো শক্ত!
নতুন করে আবার ফিরে আসুক সেই প্রভাত,
যেদিন সকলে একসাথে করবে অন্যায়ের প্রতিবাদ।
যেদিন রাজপথে কোনো নারী হবে না লাঞ্চিত,
অটুট থাকুক নারী শক্তির দেবী রূপের অস্তিত্ব!
যেই ঊষাতে সমাজ করবে না মাতৃ সম্মান ভূলুণ্ঠিত-
যেই আলোতে সকল নাগরিকের চরিত্র হবে সুগঠিত ।
আমি সেই নতুন দিন চাই যাতে সবাই পেটপুরে খেতে পাই;
কোনো বৃদ্ধ দম্পতি কে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়!
হিংসা বিভেদ ভুলে গিয়ে আসুন সবাই এক হয়ে যায়।
পরিশেষে সম্মান জানাই সেই বীর বাহাদুরদের-
প্রতিনিয়তই নিযুক্ত যারা রক্ষায় বর্ডারের।
বাড়িতে যখন আমরা সবাই ব্যস্ত বর্ষবরণে-
তখনও কিন্তু দাঁড়িয়ে ওরা বরফ ঢাকা সিয়াচেনে,
জীবন কে ওরা উৎসর্গ করেছে দেশের জন্যে।
সবাই মিলে হাসিমুখে পুরনো বছর কে দি এবার বিদায়,
আর চিৎকার করে একসাথে বলি ভারতমাতার জয়।।