আজ ২৫শে বৈশাখ-রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান চলছে চারদিকে,
স্মৃতি গুলো মোরে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ৩০ বছর আগের সেই অতীতে-
আমাদের প্রথম দেখার সেই রঙ্গিন মুহূর্তে আমি হারিয়েছিলাম তোমাতে!
স্কুলের মঞ্চে উঠে গান গাওয়ার সময় আড়চোখে বারে বারে তোমাকেই দেখা,
ক্লাসরুমে তোমার পাশে বসে নিজের অজান্তেই তোমার হাতে হাত রাখা,
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার মনের ডাইরিতে আছে লেখা।
কিন্তু আজ আমি বড় অসহায় বড় একা
সমাজ আমাকে কিছুই দেয় না ঘৃণা ছাড়া!
তোমাকে বিশ্বাস করে নিজেকে উৎসর্গ করেছিলাম তোমার কাছে-
বুঝতেই পারিনি যে তোমার প্রেম আমার সাথে নয়-আমার শরীরের সাথে!
তারপর......সবাই বললো গর্ভেই শেষ করে দিতে আমার সন্তানকে-
আর তুমি তো একবারও পারলেই না চিনতে আমাকে...চলে গেলে চাকরিতে।
আজ আমি সমাজের কাছে নষ্টা কারন সেদিন বাচিয়াছিলাম নিষ্পাপ নবাগতকে,
জানো আজ আমার দেহ অনেক সস্তা কারন আমি তো নষ্টা মেয়ে!
তবে আনন্দ একটাই যে অনেক বড় হয়েছে আমাদের ছেলে,
তবে সেও ঠিক তোমার ই মতো নতুন বউ পেয়ে ভুলে গেছে আমাকে;
আর এইডসে আক্রান্ত আমি একা শুয়ে হসপিটালের এই বেডে-
শ্মশানে একবার হলেও এসো তোমরা-
জ্বালিয়ে দিয়ে যেও এই নষ্টা মেয়ের চিতা।।