বসন্ত মানে -একটা আবেগ,
একটা সাংস্কৃতিক মেলবন্ধন!
রঙ্গীন প্রকৃতির বুকে রঙের খেলা,
ওরে গৃহবাসীর সুরে রবীন্দ্রনাথ কে ফিরে পাওয়া।
বসন্ত মানে-গৌড় প্রাঙ্গন আর বিশ্বভারতী তে এক উৎসব,
বিশ্ব দরবারে ভারতীয় সৃষ্টি ও ঐতিহ্য কে তুলে ধরা।
নতুন-পুরাতনের বিভেদ ভুলে এক হয়ে উৎসবমুখোর হওয়া।
বসন্ত মানে-প্রকৃতি যখন দূষণ রোগে আক্রান্ত- তখন তাকে ভালোবাসতে শেখানো,
রংবেরঙের ফুলে শান্তিনিকেতনের লাল মাটির রাস্তায় নতুন সাজ খুঁজে পাওয়া।
বসন্তের রঙীন কিরণে আজ দেখি গ্রহণ লেগেছে,
এই গ্রহণ আসলে বসন্তের নয়,এই গ্রহণ সমাজের,
কোনো এক রোদ্দুর নামধারী ব্যক্তির কালো ছায়াতে বসন্ত আজ কলুষিত,
ছাত্র সমাজ আজ বিপথগামী, গুরুদেব কি এই বসন্ত দেখতে চেয়েছিলেন?
রবীন্দ্রনাথ চলে গেছেন ধরাধামে, ভারতের নাম পৃথিবীর কাছে উজ্জ্বল করেছেন,
উনি ভারতকে নোবেল এনে দিয়েছেন, নোবেল না হয় আমরা রাখতে পারিনি
কিন্তু ওনার সম্মান- সেটা তো রাখতে পারতাম !
যারা আজ বিশ্বকবিকে অপমান করতে তৎপর,
তাদের শুধু একটা কথাই বলবো,রবীন্দ্রনাথ কে পড়, তাকে জানো,তার শিক্ষাই পারে সমাজকে সঠিক পথ দেখাতে।