আজকে একটা পুরনো কথা,
নতুন করে লিখি।
বাস্তবতার ক্যানভাস এতে,
এক নতুন ছবি আঁকি।
সেই ছবির ই রঙের ভিড়ে
অতীত কে আবার খুঁজি।
নতুন টাকেও আবার একটু,
পুরনো ভাবে বুঝি।
আকাশ সমান কল্পনা তে,
এবার না আর হারিয়ে,
ভরতে হবে ক্ষত গুলো ,
এবার মলম লাগিয়ে।
মরীচিকা দেখে ছুটেছে যারা,
তারা কেউ ফিরে আজও আসেনি।
গ্রাস করেছে তাঁদের সেই,
মরু দেশের রজনী।
ভোরের স্বপ্নে বিভোর হয়ে,
লাভ নেই আজ বন্ধু।
শত চেষ্টার পরও আজও,
আরব সাগরে পতিত সিন্ধু।
কল্পনা তে বাঁচতে গেলেই,
অন্তঃসার শূন্য এ জীবন।
বাঁচতে হবে বর্তমানেই,
সে নাহয় আসুক মরন।
অনিবার্য এর হিসাব নিয়ে,
আজ দারিয়ে উষাকাল।
এগিয়ে চল পেছনে ফেলে,
যত খড় কুটো , জঞ্জাল।
অতীত এর সব হিসাব শেষে,
দাঁড়ি টানো তুমি।
দেখবে শেষে তোমার জন্য,
তুমিই সব থেকে বেশি দামি।