হারাতে চাইছি আজকে আবার,
আবার কোনো নতুন ছলে।
তোর মনের কোন খাম খেয়ালে,
গেঁয়ো কোনো গানের বোলে।

জানি আমি আপন ভোলা,
আচ্ছা মানছি একটু খামখেয়ালী।
বিশ্বাস কর তবু আমি,
তোরই নামে প্রদীপ জ্বালি।

বিরল কোনো প্রাচীন দ্বীপে,
ছোট্ট একটা ডিঙি বয়ে।
ভেসে যাবো আমরা দুজন ,
নিরুদ্দেশের যাত্রী হয়ে।

সোনা ঝুড়ি গাছের বনে,
আঁধার আলোর ছায়ার খেলায়।
হারাতে আবার চাইছে যে মন,
শুধু তোরই চোখের মায়ায়।

তিস্তা নদীর ধারার সাথে,
হারিয়ে যাবো চোরা স্রোতে।
ভিজিয়ে দেব মনকে আমি,
সকাল কিংবা রাত বিরেতে।

রাঙা মেঠো পথ টা ধরে,
কোনো নাম না জানা অচিন পুরে।
হারাবো তোর হাতটা ধরে,
কোলাহল থেকে অনেক দূরে।

চিলের মতো উড়বো মেঘে,
নিয়ম কানুন সবই ভুলে।
থাকলে সাথে তুই যে পাশে,
সব নিয়ম দেব উপরে ফেলে।  

এইতো ভালোই - আছি তোরই সাথে,
তোর জন্য-সবই, লাগছে ভালো।  
তোরই ছোঁয়ায় যত দুঃখ আমার,
হঠাৎ করেই হারিয়ে গেলো।