তোমার চোখে সকালটা খুব অন্যরকম,
রোদের ছটা, আলসেমি সুখ মনের কোনে।
অপেক্ষারা দূর থেকে আজ মুচকি হাসে,
একলা কেউ যে, মোমের আলোয় স্বপ্ন বোনে।
যে দুচোখে ভরসা রেখে নতুন জীবন,
সেই দুচোখের ইচ্ছা গুলো পূর্ণতা পাক।
তাল পাতাতে তোমায় ভেবে শব্দ সাজাই,
সুখ - অসুখে তোমার উপস্থিতি সঙ্গে যে থাক।
তোমার চোখের কথা গুলো সব ব্যক্ত যে হোক,
চোখের কাজল , আদখানি চাঁদ, আর তুমি টা।
মিটিয়ে দিয়ে সব অভিযোগ,আর বাস্তবতা,
তোমার কথাই শুনতে যে চায় , এই আমি টা।
স্বপ্ন ভাঙা, অনেক কথা বলতে বাকি
গড়বো ভেবেই, তোমার কাছে ফিরতে যে চাই।
তবু যেন মনের কথা বলতে নারি,
থাকলে পাশে মনের জোর টা যে অনেকটা পাই।
ভীষণ ভীতু এই মনটা তোমায় ভেবে,
বলতে গিয়ে লোকায় কথা মনের কোনে।
সাহস করে চেষ্টা করে কিছু বলার,
রং তুলিতে সপ্ন বোনে আপন মনে।
ঝঞ্ঝা বাধা আসবে জানি সময় মেনে,
এই জীবন পথে তোমার সঙ্গ একটু পেলে।
বলবো তোমায় অনেক কথা সঙ্গোপনে,
মান-অভিমান পাঠিয়ে দেবো অস্তাচলে।
গল্প নয় যে, এটা জীবন জানি আমি,
মুখের কথার দাম নেই আজ বাস্তবে যে।
তবু বলবো সময় দিও পারলে তুমি,
অনেক কিছু বলার আছে তোমার কাছে।
কল্পনা তে অনেক লিখি পাতার পরে,
ছন্দ মেলাই আজকে মনের গহীন কোনে।
লিখছি আমি, আজকে শুধু তোমায় নিয়ে,
এই আমি কে জায়গা দিও তোমার মনে।