যদি বলি কখনো, সব না পাওয়া ই সুন্দর।
যদি বলি রণতরী, অছিলায় ছেড়ে গেছে বন্দর।
যদি বলি ছেঁড়া পালে, বয়ে যায় নৌকা।
যদি বলি মাঝ রাতে বেজে ছিলো ডঙ্কা।
পাবে ভয় তুমি কি? লুকবে কি ফের হায়।
উদাসীন হবে ফের, যত হোক - খুশি অন্যায়।
যদি বলি রক্তিম, হয়েছিল এই ঘাট।
যদি বলি আসলে তে, বন্য এ ফুটপাত।
যদি বলি মিথ্যা তে, ভরে গেছে আজ দিন।
যদি বলি সত্যের, আশা আজ খুব ক্ষীণ।
তৃণ জ্ঞানে ফের তুমি, কিছু নাই করে ব্যক্ত।
রয়ে যাবে চিরকাল, নিদ্রা তে সুপ্ত।
যদি বলি অনায়াসে, ছড়াচ্ছে বিদ্বেষ।
যদি বলি অচিরেই, সবকিছু হবে শেষ।
যদি বলি সেই দ্বেষে, হবে সব ছারখার।
যদি বলি শুধু তুমি, নেবে তার দায়ভার !
তবু তুমি সজ্ঞানে, রইবে কী নির্বাক ?
পারবে কি মেনে নিতে, যা হওয়ার হয়ে যাক!
জেগে ওঠো ত্রিনয়নী, জাগো হে মা ভবানী।
রুখে দাও যত সব, অশনি র সুনামি।
মিটে যাক রাগ ক্রোধ, মেটাও এ বিদ্বেষ।
মুছে যাকে ধরণীতে, হিংসার অবশেষ।