হয়তো বছর কুড়ি পর,
তোর সাথে হটাৎ দেখা হল।
হয়তো সেদিনও থাকবে আকাশটা ও,
আজকের মতোই ঘন আঁধার কালো।
হয়তো সেদিন আর সত্যিই,
পড়বো না তোর প্রেমে।
হয়তো সেদিন অন্য কেউ জায়গা নেবে,
তোর প্রিয় ফোটো ফ্রেমে।
হয়তো সেদিনও তোকে দেখে,
আবার আমার আটকে যাবে কথা।
হয়তো লাভার মতো বেড়িয়ে আসবে,
সেই জমে থাকা অগণিত ব্যথা।
হয়তো সেদিনও তোকে দেখে ,
আমি আবার হারিয়ে ফেলবো ভাষা।
সেদিনও হাজার তারির ভাড়ে,
হবেনা আমার একটুকুও নেশা ।
হয়তো সেদিনও জিজ্ঞাসা করবো,
কেমন আছিস তুই?
আর বলবো , আমি আজও,
সত্যি কিন্তু ভুলিনি কিছুই।
হয়তো বছর কুড়ি পর,
যদি আবার হয় দেখা।
চোখের জলটা লুকিয়ে হাসবো,
কারন ওটাও, তোর থেকেই শেখা।
হয়তো সেদিন তোর হাত ধরে
দাঁড়িয়ে থাকবে অন্য কেউ।
সেদিনও তোর কথা গুলো শুনে,
মনে আবার উঠবে সেই সুনামির ঢেউ।
হয়তো সেদিনও তোকে বলবো,
এখনও করিস পাগলামি ?
তুই হয়তো হেসে বলবি আমায়,
সময়ের সাথে আমিও বদলাতে জানি।
সেদিন যদি সময় থাকে,
আমাকে একটু সময় দিয়ে যাস।
সেদিন তোকে শোনাবো নাহয়,
আমার এই বিষ বছরের পরিহাস।
শুনবো বসে তোরও সব,
বিষ বছরের অনেক গল্প।
দুজনে মিলেই হয়তো আবার ,
নাহয় , কাঁদবো- হাসবো অল্প অল্প।
আচ্ছা ,একটা কথা জিজ্ঞাসা করি ?
কিছু মনে করিস না ।
আসলে সত্যি বলতে গেলে,
না জিজ্ঞাসা করেও পারলাম না।
যদি সত্যিই দেখা হয় আবার,
কথা বলার সুযোগ তো দিবি?
না দেখেও , না দেখার ভাব করে
এরিয়ে চলে যাবি ?