হতে পারিনি প্রেমিক বলেই,
আজও আমি তাই একলা।
হতে পারিনি প্রেমিক বলেই,
সকালটা আজও মেঘলা।
হতে পারিনি প্রেমিক বলেই,
ছড়িয়েছি উর-খৈ।
হতে পারিনি প্রেমিক বলেই,
খোলা এখনো সামনে বই।
হতে পারিনি প্রেমিক বলেই,
গান গাওয়া আজ হয়না।
হতে পারিনি প্রেমিক বলেই,
এই মন তোকে আর চায় না।
হতে পারিনি প্রেমিক বলেই,
রাত জাগা আর হয়নি।
হতে পারিনি প্রেমিক বলেই,
কথা গুলো আর বলা হয়নি।
হতে পারিনি প্রেমিক বলেই,
বৃষ্টিতে ভিজি আজও।
হতে পারিনি প্রেমিক বলেই
শেষ হয়নি আমার কাজও।
হতে পারিনি প্রেমিক বলেই,
আজও নিশ্চুপ কোলাহলে।
হতে পারিনি প্রেমিক বলেই,
গল্প লিখি কবিতার ছলে।
হতে পারিনি প্রেমিক বলেই,
মেঠো রাঙা পথে ছুটি।
হতে পারিনি প্রেমিক বলেই,
করা হয়নি যে খুনসুটি।
হতে পারিনি প্রেমিক বলেই,
আজও আমি খুব ব্যস্ত।
হতে পারিনি প্রেমিক বলেই,
পাও নি তুমি যে কষ্ট।
হতে পারিনি প্রেমিক বলেই,
আজও আমি যে স্বার্থপর।
হতে পারিনি প্রেমিক বলেই,
ভাঙা আজও এই খেলাঘর।
হতে পারিনি প্রেমিক বলেই,
ভালোবাসি আজও আমি।
হতে পারিনি প্রেমিক বলেই,
ভুল টা নিজের মানি।
হতে পারিনি প্রেমিক বলেই,
হয়তো ফুটবল নিয়ে থাকি।
হতে পারিনি প্রেমিক বলেই,
আজ নেই আর ধার বাকি।
হতে পারিনি প্রেমিক বলেই,
না চাওয়া অন্ত মিলে ।
হতে পারিনি প্রেমিক বলেই,
মিল খুঁজি গাং চিলে।
হতে পারিনি প্রেমিক বলেই,
হইনি যে চুরমার।
হতে পারিনি প্রেমিক বলেই,
মন করেও না হাহাকার।
হতে পারিনি প্রেমিক বলেই,
জানি গোলাপের দাম।
হতে পারিনি প্রেমিক বলেই,
আমি বিকই সন্মান।
হতে পারিনি প্রেমিক বলেই,
নদীর ঢেউয়ের শব্দ।
হতে পারিনি প্রেমিক বলেই,
হয়নি আজও যে স্তব্ধ।
হতে পারিনি প্রেমিক বলেই,
আজ নেই আর কোন ভয়।
হতে পারিনি প্রেমিক বলেই,
হয়তো আমি যে যোগ্য নয়।
হতে পারিনি প্রেমিক বলেই,
হিসাব মেলানো হয়নি।
হতে পারিনি প্রেমিক বলেই,
হয়তো ফিরতে আমাকে হয়নি।
হতে পারিনি প্রেমিক বলেই,
আর হারাই নি তোর চোখে।
হতে পারিনি প্রেমিক বলেই,
হয়তো রয়ে গিয়েছি নিশ্চুপে।
হতে পারিনি প্রেমিক বলেই,
আজও হাসি সত্যিই প্রান খুলে।
হতে পারিনি প্রেমিক বলেই,
অতীত টা সত্যিই গিয়েছি ভুলে।
হতে পারিনি প্রেমিক বলেই,
আমার নেই যে পিছুটান।
হতে পারিনি প্রেমিক বলেই,
নতুনের করি যে আহ্বান।
হতে পারিনি প্রেমিক বলেই,
আর আমি দিন গুনি নি।
হতে পারিনি প্রেমিক বলেই,
তাই লিখতে আজও যে ভুলিনি।