দিন বদলের, মেঘ সরিয়ে,পথটা দেখায়।
ঘড়ির কাঁটা, সময় ফেরায়, জটলা ছাড়ায়।
হাসির কাছে, স্বপ্ন কিনে, একলা দিনে।
কজন আবার, সব ভুলিয়ে, হাসতে জানে।
সকাল সকাল, রাস্তা ভুলে, নতুন পথে।
গুছিয়ে নিয়ে, ছুটবে আবার, স্বর্গ রথে।
কৃপণ হয়ে, সামলে রেখো, আশার বাতি।
জোর-করে ঠিক, পেরিয়ে যেও, আঁধার রাতি।
তিক্ত যত, স্মৃতি গুলো, সামলে নিও।
সঠিক সময়, মনটা ভরে, জবাব দিও।
রামধনু রঙে, আবার ভরে, উঠবে জীবন।
শক্ত হাতে, করো নিজেরই, নবীন বরণ।
ভুলগুলো সেই, ফের যদি-হয়, তোমার সাথে।
ভেঙে দিও, সব নিয়মই, রাত বিরেতে।
হোঁচট খেয়ে, যতবার খুশি, পড়তে পারো।
সাহস টাকেই, সম্বল করে, আগলে ধরো।
দেখবে তুমি, সব কিছুকে, সামলে নিয়ে।
ঊষার আলো, পথ দেখাবে, সঙ্গ দিয়ে।
মিথ্যা গুলো, ডাকবে পিছে, আবার দেখো।
আতস কাচে, চোখটা ফেলে, মিলিয়ে রেখো।
বলবে যারা, পারবেনা তুমি, আবার হেঁসে।
বানের তোড়ে, ওই খড়কুটা-সব, যায়যে ভেসে।
হঠাৎ করে, ঝড় উঠলে, সামলে নিয়ে ।
এগিয়ে যেও, আবার তুমি, আরও শক্ত -হয়ে।
হিসাব আবার, কেউ- যদি চায়, তোমার তরে।
মিলিয়ে দিও, হিসাব গুলো, অঙ্ক করে।
ভেঙে দিয়ে, পুরনো যুগের, নিয়ম গুলো।
অস্ত পাটে, সূর্য গেলে, মশাল জ্বেলো।
সেই আগুনের, তীব্র তেজে, আঁধার ভেঙে।
আসবে আবার, নতুন সকাল, নতুন রঙে।
শান্ত থেকো, সজাগ থেকো, সব সমরে।
দেখবে তোমায়, হারাতে তখন, কজন পারে।
আসবে আবার, নেবেও সুযোগ, তোমার মায়ার।
খুঁজবে আবার, মন গহীনের, ছত্র ছায়ার।
মুখোশ ধারী, মানুষেরা সব, সুযোগ বুঝে।
কাজ ফুরলেই, আবার নতুন, ফন্দি খোঁজে।
উত্তর সব, ফিরিয়ে দিও, সময় দেখে।
যেন ভবিষ্যৎও, তোমায় দেখে, সবটি শেখে।
যুদ্ধ জিতে, উড়িয়ে তোমার, বিজয় ধজা।
তুমিই হবে, তোমার জয়ের, আসল রাজা।
বিশ্বাস রেখো, নিজের উপর, বন্ধু তুমি।
কারন তোমার-জন্য, তুমিই হলে, সবচেয়ে দামি।