ঘরে থাকি
তবুও আমি জেলে বন্দী ,
মানুষ স্বাধীনতা পেয়েছে
তবুও মানুষ কিছু সীমাবদ্ধে বন্দী ।।
সমাজে শিক্ষিত নয়
কিছু জ্ঞানী মানুষেতে ভর্তি ,
শিক্ষা দেওয়ার থেকে
জ্ঞান দিয়ে চলা হলো তাদের যুক্তি ।।
তারা চায়
সমাজে তাদেরই প্রতিপত্তি ,
প্রতিটা মানুষ চলবে
তাদেরই দৃষ্টিপাত অনুযায়ী ।।
ছোটদের নেই কোন অনুভূতি
জ্ঞানীরা ভুলে যায় ,
তাদের ছোটবেলার স্মৃতি
ছোটদের দিয়ে চলে তাদের উপপতি ।।