সংক্ষিপ্ত মনশ্চক্ষু জাল বুনে যায়
যন্ত্রণা মন কুড়ে খায় হ্রস্ব ,
তোমার মতোই সকলে ভুল বুঝে যায়
শীতল কবিতা , হিমের আগুন অল্প ।
এখনো মাথায় আপদ বিপদ চিন্তে
এখনো কোথাও নৌকা ভাসছে নীরে ,
কোথাও কারও উপনীত স্বপ্নতে
টিমটিম করে আসন্ন প্রদীপ জ্বলে ।
আয় সর্পবিষ খায় মুখে ভাতে
যত চাপ আসে মাথায় মাঝ রাতে ,
সামলে রাখিস নিজের ছায়া নিজ পাশে
কালো রং লেগেছে ওই অন্ধকারে ।