আমার শরীর
আর এ শরীরে মন ,
আর এই মনের ভিতরে
ঘন সবুজ নির্জন বন ।
আমার শরীরে আমি মৃত
আমার চোখে ঘৃণা উদ্দীপ্ত ,
আমি বিরহ বিকালের ঘূর্ণিঝড়
আমি বিপর্যয় আর আমারই ঘটে অহিতকর ।
আমি সম্পর্ক ভাঙছি নাকি ভাই
সর্বনাশ হয়েছে আমি জন্মেছি বলে তাই ,
আমি আগুন সেজে পুড়ি আর পোড়াই
সর্বনাশ আগুনে পুড়ে ছাই হয়ে ঝরে যায়।