বেদনার এই শহর যেনো
অভিষঙ্গ ভেসে যায় ,
মনে পড়ে যায়
অতিবাহিত কতিপয় আঁধার ।
বেচেঁ থাকে শুধু
কিছু নিবন্ত সভ্যতা ,
নবাবিষ্কৃত সমাজের অন্তস্তলে
আবছায়া আঁজুমান আবিষ্কার ।
অস্পষ্ট প্রসন্নতা ভেসে আসে
ওই ছলনাময় ভগ্নহৃদয় ,
ধ্বংস স্থল কিছু বলে যায়
সবকিছুই অতিবাহিত কতিপয় আঁধার ।