আজ পুরো বিশ্বকে থমকে দিলো
করোনা নামক ব্যধি ,
সুন্দর ধরিত্রী মৃত্যুপুরীতে পরিণত
দিনরাত যুদ্ধ করে যাচ্ছে দেখো
ডাক্তার ও বিজ্ঞানী ।
কত মানুষের নেই
খাওয়া-ঘুম , চিন্তা ।
মৃত্যু মিছিল আর কতদিন চলবে
কেউ জানে না ,
দাঁড়িয়ে বোবা পরিবার পরিজন
সামনে জ্বলন্ত চিতা ।
মাটির পৃথিবী বড় কাঁদছে
শুকিয়ে যাচ্ছে চোখের হ্রদ ,
অক্সিজেন পেলেই হয়তো বেঁচে যাবে
চারিদিকে অরাজক জীবনস্রোত ।
অতীত ইতিহাস ছিল স্বর্ণের যুগ ,
যা পাঠে পাই একটু সুখ ।
সেই জীবন চাই ,অনেকে ফিরে
জয়ী হবে আমাদের পৃথিবী ,
হারতে হবে সে মরণব্যধিকে ।