আমরাও এক প্রেমিক বাবু
সমাজ বলে পাগল মোদের,
আমরা শুধুই কষ্টে মরি
যায় আসে না কিছুই ওদের।
আমরাও যে মানুষ বাবু
আমাদেরও তো রক্ত আছে,
পেটের দায়ে আমরা বাবু
গতর বেচি অল্প আঁচে।
আমরাও তো ভালোবাসি
তবুও সমাজ বেশ্যা বলে,
তৃষ্ণা মেটাই এই শহরের
নিজের শরীর বিলিয়ে দিয়ে।
আমাদেরও তো ইচ্ছে করে
ওদের মতোই দিনযাপনে,
সুখ-দুঃখে মিলে মিশে
কাটিয়ে দিতে এই জীবনে।
কিন্তু আমরা অবহেলিত
জায়গা হয়না কারুর মনে,
আমাদের দিন কেটে যায়
এই শহরের একটি কোণে।
সমাজ আমাদের শরীর দেখে
মন দেখে না কেউ তো মোদের,
টালির ঘরে শহর আসে
ওদের যে ভীষণ জ্বালা খিদের।
আমাদের জীবন বেরঙিন বাবু
কী হবে কান্না করে,
আমাদের দিন চলে যায়
অপেক্ষা আর মন কেমনে।।