গুনে গুনে কড়িকাঠ, ক্লান্ত চোখে
স্পর্শ করুক তোমার শব্দ ছন্দগুলো
অশ্রুসিক্ত বালিশ জানাক গভীর রাতের
নিষ্ক্রমনে ক্রুশবিদ্ধ ভাবনাগুলো।
খামখেয়ালি জ্যোৎস্না যদি স্বপ্ন ভাঙায়
ক্রুশবিদ্ধ ভাবনাগুলো ভীষণ ক্রোধে
তোমার চোখের তারায় খুঁজবে মিথ্যেগুলো
জন্ম নেবে মেঘবালিকা এই বিরোধে।