সমস্ত সমাজব্যাবস্থা র ভিত টলিয়ে দিয়ে যে আন্দোলন প্রমান করেছিল সময় বিশেষে কলম ছুরিকার থেকেও তীক্ষধার হয়ে উঠতে পারে, সেই হাংরি আন্দোলন সম্পর্কে এই ব্লগে কোনো রচনা অথবা হাংরি আন্দোলনের বিশিষ্ট কিছু কবি ও কবিতা এই ব্লগে দেখতে না পেয়ে আমি বেশ বিস্মিত! হতাশ ও বটে!
Admin এর কাছে আমার একান্ত অনুরোধ মলয় রায়চৌধুরীর “প্রচন্ড বৈদ্যুতিক ছুতার” কবিতাটি ব্লগে পাবলিশ করা হোক। অশ্লীলতার অভিযোগে সরকার এটি নিষিদ্ধ ঘোষনা করেছিল ও কবির এক মাসের জেল হেফাজত হয়। কবিতাটি যদি admin এর সংগ্রহে না থাকে তো অনুমতি সাপেক্ষে যে কেউ (আমিও) কবিতাটি পাবলিশ করলে পাঠক ছুরিকাহত হবার স্বাদ গ্রহন করতে পারবেন।