আলতো ছোয়াচ নিলচে কলম
মেঘবালিকা র দুঃখ হরন
আপন গরল অশ্রু দিয়ে,
মিথ্যে বলার নিয়ম কানুন।
চার দেয়ালের খাচার ভিতর
চিন্তা ভদ্র চিন্তা ইতর
পালিয়ে যাচ্ছে কলম গলে,
আটকাবে কোন বাদি চাকর।
যেদিন পাগলি নন্দনেতে
মনন কিংবা আতলামো তে
ভিক্ষা দিবি দু-তিন টাকা,
সাম্যবাদের আদর্শ তে।
সেদিন পাগলি, মেঘবালিকা
কল্পনার ঐ পুতুলিকা
দাহ্য করিস সেই কলমে,
যেখানির নীল নিব টা ভাঙ্গা।।