পাটকলে কাজ করি
ক্ষুধার জ্বালায় পুড়ে মরি,
পোলা পাইনে অনাহারে
চিত্কারে কাঁন্না করে,
ভাত দে দেশমাতা নইলে সংবিধান খাবো।
সোনালী আঁষের পাটের দেশ,
দুর্নীতি করল শেষ,
মুখোশদারী নীতির বেশ,
দেশটা তারা করল শেষ,
ভাত দে দেশমাতা নইলে সংবিধান খাবো।
রঙ্গের বাংলা চাইনা ডিজিটাল নীতি মানিনা,
পেটভরে ভাত চাই,
বেমাগ টাকার দরকার নাই,
একটু মোরা শান্তি চাই,
পোলা পাইনে যেন আহার পাই,
ভাত দে দেশমাতা নইলে সংবিধান খাবো।
মুক্তিযুদ্ধে শ্রমিকদের অবদান, করছ কেন অসম্মান,
শ্রমিকজনতা ভাই ভাই,
পাঁচদাবী পুরণ চাই,
সোনার বাংলা গড়তে চাই,
মন্ত্রমনষ্ক কর ছাই,
দাবী মোরা পূরণ চাই,
দুর্নীতির টাই! নাইরে নাই,
ভাত দে দেশমাতা নইলে সংবিধান খাবো।
শ্রমিকদের আন্দোলন,
কর মাতা তুমি পূরণ,
তুমি আশ্রয় তুমিই ঠাই,
তুমি ছাড়া উপায় নাই,
পেট ভরে মোরা আহার চাই,
স্বাধীন দেশে বাঁচতে চাই,
ভাত দে দেশমাতা নইলে সংবিধান খাবো।
.
.
ভাত দে দেশমাতা নইলে সংবিধান খাবো
||সৌরভহাসানশিবলু
১০/০৪/২০১৬ইং